সাংবাদিক রোজিনার ইসলামের মুক্তির দাবিতে রৌমারীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৯ পিএম, ২০ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:২৩ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
আজ বৃহস্পতিবার (২০ মে) সকাল ১০টার দিকে রৌমারী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস, সাংবাদিক শওকত আলী, এসএম হুমায়ুন কবির, এসএম মোমেন, ইয়াছির আরাফাত নাহিদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং তাকে হেনস্তাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধনে রৌমারী প্রেসক্লাবের সকল সদস্য অংশ নেন।