ভিত্তি প্রস্তরের নাম ফলক খুলে ফেলার অভিযোগ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০০ পিএম, ২০ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:২২ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের নাম ফলক খুলে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে।
গতকাল বুধবার (১৯ মে) বিকেল ৫ টার দিকে উপজেলা পরিষদের নব-নির্মিত ভবনের প্রস্তাবিত জায়গা আম্নকাননে ওই ঘটনা ঘটে।
গুরুদাসপুর উপজেলা প্রকৌশলীর দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগামী (২১ মে) রোজ শুক্রবার উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন হওয়ার কথা ছিলো। তবে বুধবার আনুমানিক বিকেল ৫ টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রস্তাবিত জায়গায় উপস্থিত থেকে নাম ফলকে তার নাম না থাকায় তিনি ওই নির্মাণ শ্রমিকদের দিয়ে নাম ফলক খুলে ফেলেন।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন জানান, বিষয়টি উর্দ্ধতন কর্তপক্ষকে অবহিত করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন, তুলে ফেলে দেওয়া হয়নি। তবে লাগাতে নিষেধ করা হয়েছে। কারণ উপজেলা পরিষদের সিদ্ধান্ত ছিলো মাননীয় সংসদ সদস্য উদ্বোধন করবেন এবং উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী। যখন আমরা ফলক লাগাতে গিয়েছিলাম তখন দেখলাম যে এই নাম গুলো নেই। এটা এমপি মহদোয় নিজে থেকে বাদ দিয়েছে। এই জন্য ওইটা সংশোধন করে নিয়ে এসে লাগানো হবে। এইটা ভাঙ্গা বা ফেলে দেওয়ার মত কোন ঘটনা নেই।
নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ মুঠোফনে জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
নাটোর-৪ আসন (গুরুদাসপুর-বড়াইগ্রাম) এর স্থানীয় সংসদ সদস্য মোঃ আব্দুল কুদ্দুস মুঠোফনে জানান, পরিপত্র অনুযায়ী তিনি এই কাজ করতে পারেননা। এটা এক ধরনের হিংসামুলক কাজ।
কারণ সংশ্লিষ্ঠ এলাকার মাননীয় মন্ত্রী/সংসদ সদস্য/সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মহোদয়ের সাথে আলোচনাক্রমে ভিত্তি প্রস্তর স্থাপন ও সমাপ্তির পর উদ্বোধন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করার কথা পরিপত্রে উল্লেখ্য রয়েছে।