সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৬ পিএম, ১৯ মে,
বুধবার,২০২১ | আপডেট: ১১:০১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও এডভোকেসি ফোরাম কমিটি।
আজ বুধবার (১৯ মে) দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- সুজনের জেলা কমিটির সভাপতি এডভোকেট হোসেন তওফিক চৌধুরী, উপদেষ্টা সৈয়দ মহিবুল ইসলাম, সহ-সভাপতি আলী হায়দার, শাহিনা চৌধুরী রুবি, সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, অর্থ সম্পাদক ফারুক মিয়া, সদস্য মাইদুল ইসলাম, খলিল রহমান প্রমুখ।
অনুষ্ঠিত মানববন্ধনের বক্তারা বলেন- সাংবাদিক রোজিনা ইসলামের সাথে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। একজন নারী সাংবাদিকের ওপর স্বাস্থ্য বিভাগের এই আচরণ কোন ভাবেই গ্রহণযোগ্য না। এই ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের প্রতি হুমকি।
তথ্য অধিকার আইন প্রণয়নের পরেও সরকার “ অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ” নামের বৃটিশ আমলের কালাকানুন বহাল রেখেছে। সারাদেশ ব্যাপী সাংবাদিকদেরকে নানা ভাবে মিথ্যা মামলা-হামলা করে হয়রানী করা হচ্ছে।
এসব অন্যায় বন্ধ করে সংবাদপত্র ও সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা চাই। তাই বর্তমান সরকারকে এই বিষয়গুলো ভেবে দেখার জন্য আহবান জানাচ্ছি।