ভালুকায় গনমাধ্যম কর্মীদের মানববন্ধনে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৪ পিএম, ১৯ মে,
বুধবার,২০২১ | আপডেট: ১১:১০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
প্রথম আলোর জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে ময়মনসিংহের ভালুকায় কর্মরত সাংবাদিকরা।
আজ বুধবার (১৯মে) দুপুরে উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচীতে এ দাবী জানান বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিগন অংশ নেয়। বক্তাগন বলেন, স্বাস্থ্য বিভাগের দুর্নীতি নিয়ে সিরিজ রিপোর্ট করায় পুর্ব আক্রোশের জের হিসেবে পরিকল্পিত ভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে ন্যাক্কার জনক ভাবে হেনস্থা ও নির্যাতন করে একটি সাজানো মামলা দিয়ে আটক করা হয়েছে।
এ ঘটনার মধ্য দিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা মুক্ত গনমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্ঠা চালিয়েছে। বক্তাগন ঘটনার সুষ্টু তদন্ত ও সাংবাদিক হেনস্থায় জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে ভালুকায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।