ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৪ পিএম, ১৯ মে,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:৪৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ মুসলিম যুব ঐক্য পরিষদ শ্রীমঙ্গল কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের উপরে সন্ত্রাসী ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ ( ১৯শে মে) সকাল ১১ টায় শহরের চৌমুহনা চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক রুহেল খান আশরাফের সভাপতিত্বে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন ইসরাইল প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতাবিরোধী কাজ করে আসছে বিশেষ করে পবিত্র রমজান মাসে ও ঈদের দিন ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলায় তাদের হিংস্রতা প্রকাশ করেছে তাই এখন সময়ের দাবি আন্তর্জাতিক মহলে এবং আইনের আওতায় এনে শাস্তির বিধান নিশ্চিত করা এবং তার সাথে সাথে যতদিন পর্যন্ত ইসরাইল তাদের কৃতকর্মের জন্য ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত ইসরাইলি পণ্য বয়কট করার আহবান জানান বক্তারা।