নেত্রকোনা, সুনামগঞ্জ, টাঙ্গাইলে বজ্রপাতে নিহত ৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৪ এএম, ১৯ মে,
বুধবার,২০২১ | আপডেট: ১২:৫৩ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নেত্রকোনার কেন্দুয়া, খালিয়াজুরী ও মদন উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছয়জন কৃষক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি ছয়জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে আবু তাহের (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের তাজউদ্দিনের ছেলে। পুলিশ জানায়, আবু তাহের বাজার করার জন্য দোয়ারা সদরের আসলে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে দৌড়ে যাচ্ছিলেন। এ সময়ে বজ্রপাতে তিনি নিহত হন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে কহিনুর বেগম (৩৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী টান পলাশতলী গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. একরামুল ও আজগানা ইউনিয় পরিষদের নারী সদস্য আলেয়া ভুইয়া। নিহত কহিনুর বেগম একই গ্রামের মো. লতীফ মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় কহিনুর বেগম বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় আকাশে মেঘ ডাকা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে বজ্রপাতে তিনি আহত হন। পরে তাকে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তাকে দাফন করা হয়েছে।