যুবলীগের মিন্টু হত্যা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা রমজান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০১ এএম, ১৮ নভেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ১০:২০ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় যুবলীগ কর্মী মারুফ চৌধুরী মিন্টু হত্যা মামলার প্রধান আাসমি যুবলীগ নেতা মো. রমজানকে গ্রেফতার করেছে পুলিশ ৷
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে আগুগঞ্জ ফেরিঘাটে অভিযান চালিয়ে রমজানকে গ্রেফতার করা হয়৷
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুগঞ্জ ফেরিঘাট থেকে তাকে গ্রেফতার করি। ইতিমধ্যে রমজানকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে৷
কমার্স কলেজের সামনে যুবলীগের দু পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে মারামারিতে মারুফ হোসেন চৌধুরী (৩০) মাথায় আঘাত পান। রাত সাড়ে নয়টার দিকে ওই ঘটনার পর মারুফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে বেসরকারি রয়েল হাসপাতালে নেয়া হয়। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়।
এ ঘটনায় মারুফের ছোট ভাই ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।