কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৫ এএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০১:৪৯ এএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার কিশামত কামারপুকুর গ্রামের আনানুল ইসলামের ছেলে তানভির ইসলাম মোহন (২৫) ও তাজমিন আক্তার (১৯)।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে তানভির ইসলাম ও তাজমিন আক্তার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় পার্বতীপুর-রংপুর মহাসড়কের ঝ্যাল্লার মোড়ে পৌঁছালে রংপুর থেকে আসা ডিমবোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানভির ইসলাম নিহত হন। পরে আহত অবস্থায় তাজমিন আক্তারকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়।