মাদারীপুরে সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলেসহ তিনজন নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৩ পিএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৬:২৯ এএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলে নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার কালকিনি উপজেলার বাশগাড়িতে এই সংঘর্ষ হয়।
নিহতরা হলেন ইউপি সদস্য আখতার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার।
মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান জানান, বাশগাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব চলছে আখতার শিকদারের। এর জেরে সংঘর্ষ বাধে।
ধারালো অস্ত্রের আঘাতে আখতার শিকদার ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় তার ছেলে মারুফ শিকদারসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।