সচিবালয়ে নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারকে শোক জানাতে শনিবার রংপুর যাচ্ছেন রিজভী-রুমন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৩ পিএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০২:২৯ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের নিহত কর্মী নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করতে শনিবার (২৮ ডিসেম্বর) রংপুর যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।
শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তীতে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এমনটা জানান।
বিজ্ঞপ্তীতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রংপুরের মিঠাপুকুরের আটপনিয়ায় মৃত ফায়ার ফাইটার নয়নের পরিবারের সাথে দেখা করবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আরো যাচ্ছেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।