সৌদিআরবের সাথে মিল রেখে দু’উপজেলার ৬টি গ্রামে আজ ঈদুল ফিতর পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫১ পিএম, ১৩ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:৫৩ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আজ বৃহস্পতিবার বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ৬টি গ্রামে কাদেরিয়া ও চিশতিয়া তরিকা পন্থির প্রায় ৫ হাজার অনুসারীরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।
আজ সকাল ৯ টায় আমতলী উপজেলার গোজখালী ছলিমাবাদ দরবার শরীফ ও চাওড়া আউয়াল নগর দরবার শরীফে একই তরিকার অনুসারীরা সামাজিক দূরত্ব বজায় রেখে আজ ঈদ জামাতে অংশগ্রহণ করেন।
এছাড়া দু’উপজেলার চাওড়া চন্দ্রা, গোজখালী, কুকুয়া, উত্তর তক্তাবুনিয়া, কড়াইবাড়িয়া ও পশ্চিম ঝাড়াখালী গ্রামের মানুষ আজ ঈদ উদযাপন করছেন।