শাজাহানপুরে লুট হওয়া ২লাখ টাকার ডিম উদ্ধার: ৩ ডাকাত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৮ এএম, ১২ মে,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:১০ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
বগুড়ার শাজাহানপুর থেকে লুণ্ঠিত হওয়া ২ লাখ টাকা মূল্যের হাঁসের ডিম উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক আটক সহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পাবনা জেলার আতাইকোলা উপজেলার বাওইকোলা সোনারপাড়া গ্রামের নুরুল হক ওরফে নুরু মন্ডলের ছেলে শামছুল হক (৩২), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখানাইর উত্তরপাড়া গ্রামের মোস্তফা কামালের ছেলে ট্রাক চালক মোকারম হোসেন এবং নাটোর সদর উপজেলার হালসা মন্ডলপাড়া গ্রামের আলমগীর সরদারের ছেলে তারেক সরদার (২০)।
মামলা সূত্রে জানাগেছে, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ঝুরঝুরি লক্ষ্মীপুরে গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ডিম ব্যবসায়ী আবু সাঈদ ২ লক্ষাধিক টাকা মূল্যের হাঁসের ডিম রংপুর নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিরাজগঞ্জ গোল চক্কর মোড়ে অপেক্ষা করছিলেন গত সোমবার রাত ৮টার দিকে। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা মিনি পিকআপ ট্রাক (ঢাকা মেট্রো গ ১৪-৯২৮৩) ওই স্থানে থামে। দেড় হাজার টাকা ভাড়ায় ডিম গুলো রংপুরে পৌঁছে দেয়ার কথা বলে ডিমের মালিক আবু সাইদ ও তার ডিম গুলো পিকআপ ট্রাকে তুলে নেয় ট্রাকের চালকসহ ট্রাকে থাকা ৫ ব্যক্তি। বোঝাই শেষে রাত সাড়ে ৮টায় সিরাজগঞ্জ থেকে রংপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন গাড়ীদহ নামক স্থানে পৌঁছলে ড্রাইভার বলে যে, ঢাকা-রংপুর সড়ক দিয়ে না গিয়ে গাড়ীদহ-জামাদার সড়ক দিয়ে গেলে দ্রুত যাওয়া যাবে। একপর্যায়ে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর নর্দান অটোরাইস মিলের ৩শ’ গজ উত্তরে পৌঁছামাত্র ড্রাইভার ট্রাক থামিয়ে দেয় এবং বলে ট্রাক নষ্ট হয়েছে। এমতাবস্থায় ডিম ব্যবসায়ী ট্রাক থেকে নামা মাত্রই ট্রাক চালক সহ ট্রাকে থাকা ৫ ব্যক্তি ডিম ব্যবসায়ী আবু সাইদের চোখ এবং হাত-পা বেঁধে ফেলে এবং সড়কের পাশে একটি ধান ক্ষেতে নিয়ে গিয়ে তার গলায় রশি পেঁচিয়ে হত্যার উদ্দেশ্যে টানা-হ্যাঁচড়া করে।
এমতাবস্থায় ডিম ব্যবসায়ী মরে যাওয়ার ভান করলে ডাকাতরা তাকে ফেলে রেখে লুণ্ঠিত ডিম সহ ট্রাক নিয়ে চম্পট দেয়। কিছু সময় পরে ডিম ব্যবসায়ী আবু সাইদ অনেক চেষ্টায় চোখ এবং হাত-পায়ের বাঁধন খুলে ফেলেন এবং সড়কে টহলরত পুলিশ সদস্যদের ঘটনাটি জানান। টহলরত পুলিশ সদস্যরা সাথে সাথে বগুড়াসহ আশপাশের থানায় ডিম লুণ্ঠনের ম্যাসেজ পাঠান। ফলে নাটোর জেলার সিংড়া উপজেলার খেজুরতলা নামক স্থানে টহল পুলিশের হাতে ৩ ডাকাতসহ ডাকাতির কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি আটক হয়। লুণ্ঠিত ডিমসহ মিনি ট্রাক আটক হওয়ার বিষয়টি রাত দেড়টার দিকে শাজাহানপুর থানা পুলিশকে জানায় সিংড়া থানা পুলিশ। সংবাদ পেয়ে ডিম ব্যবসায়ী আবু সাইদকে সাথে নিয়ে শাজাহানপুর থানা পুলিশ সিংড়ার খেজুরতলায় পৌঁছেন এবং লুণ্ঠিত ডিম উদ্ধার এবং ৩ ডাকাতসহ ডাকাতির কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি আটক করেন।
এ ঘটনায় ডিম ব্যবসায়ী আবু সাইদ বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ ৩ ডাকাতকে গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার এস.আই আরিফুল ইসলাম জানিয়েছেন, ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। অপর আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।