ঘরমুখো মানুষের ভীড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক টালমাটাল, নিয়ন্ত্রন আনতে গিয়ে পুলিশ আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২২ পিএম, ১১ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৪২ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
ময়মনসিংহের ভালুকায় লক ডাউন উপেক্ষা করে ঈদে ঘরমুখো মানুষের ভীড়ে সড়ক-মহাসড়কে টালমাটাল অবস্থা। যানচলাচলে কোথাও নেই স্বাস্থ্যবিধির বালাই। সকল বাঁধা পেরিয়ে গেল ক’দিন ধরেই সড়ক-মহাসড়ক গুলো যেন ফিরেছে আগের স্বরুপে। গনপরিবহন চালুর সিদ্ধান্ত না হলেও মহাসড়কে দাপিয়ে চলছে দুরপাল্লার বাস। ভালুকার বিভিন্ন স্পটে ট্রাফিক পুলিশ,হাইওয়ে পুলিশ ও মডেল থানা পুলিশ পৃথক চৌকি বসিয়ে যানচলাচল নিয়ন্ত্রনে কাজ করছে। বাস গুলোকে আটকানোর চেষ্ঠা করা হলেও কেউ আন্ত জেলা সার্ভিস আবার কেউ বিকল্প সড়ক ব্যাবহার করে ঠিকই গন্তব্যে চলে যাচ্ছে।
গতকাল সোমবার (১০মে) বিকেলে ভালুকা ব্রীজ এলাকায় ভরাডোবা হাইওয়ে পুলিশ লক ডাউন কার্যকর করতে যানচলাচল নিয়ন্ত্রন কালে একটি যাত্রী বহনকারী পিকআপকে থামাতে চেষ্টা করে।
এ সময় যাত্রী বহনকারী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে তোফায়েল আহম্মেদ নামে হাইওয়ে পুলিশের কর্তব্যরত সদস্যকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে দ্রুত তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ মঙ্গলবার বিকেল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী চাপ আরো বেড়েছে।
যে যেভাবে পারছে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। কেবল বাস নয় ট্রাক,মিনিট্রাক,পিকআপ ভ্যান ও লড়িতে চেপেই রওনা হয়েছে। অবস্থাদৃষ্টে দেখা যায় যান চলাচল নিয়ন্ত্রন করা তো দুরের কথা ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে যানজট নিরসন করাটাই এখন পুলিশের প্রধান কাজ। ছোট-বড় বিভিন্ন যানবাহনে করে জীবনের ঝুঁকি নিয়েই গন্তব্যে রওনা হয়েছে নারী,পুরুষ,শিশুসহ আবালবৃদ্ধবনিতা। ভালুকার বিভিন্ন ষ্টেষন গুলোতে পায়ে হেঁটে এসে ভীড় করছে কারখানা শ্রমিকরা। পুলিশ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলেও কোন বাঁধাই মানছেনা লোকজন। যে যার মত করে ছুটছে। কোলে শিশু নিয়ে মা ছুটে যাচ্ছে যানবাহনের উদ্যেশ্যে বাস,ট্রাক নাকি পিকআপ জুটবে সেটিও জানা নেই। সংকল্প একটাই ঈদের জন্য ঘরে ফেরা। প্রিয়জনদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা। করোনা’র এ ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে প্রিয়জনদের নিকট ফেরার ব্যাকুলতায় বিভোর ঘরমুখো মানুষ সাথে করে স্বজনদের জন্য আসলে কি সুখের বার্তা নিয়ে যাচ্ছে তা কেবল সৃষ্টি কর্তাই জানেন। তার পরও শুভ কামনা। ঈদ হোক সবার জন্য হাসি-খুশী ও নির্মল আনন্দের এমনটাই প্রত্যাশা।