গুরুদাসপুরের চাপিলায় ২৩৪৫ জন পেলো ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩০ পিএম, ১১ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:৪৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ২৩৪৫ জন গরীব-অসহায় মানুষ পেলো ৪৫০ টাকা করে নগদ উপহার। জানাগেছে চাপিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ কর্মসূচির অধীনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের আওতায় সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যানের নামে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকালে চাপিলা ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদ উপহার গরীব অসহায় মানুষদের মাঝে বিতরণের উদ্বোধন করেন চাপিলা ইউপি চেয়ারম্যান মোঃ আলাল উদ্দিন ভুট্টু।
চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টু বলেন, চাপিলা ইউনিয়নের গরীব-অসহায় ২৩৪৫ জনের মাঝে নগদ ৪৫০ টাকা করে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চাপিলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।