সুনামগঞ্জে ছুরিকাঘাতে ভাই-ভাবীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২২ পিএম, ১০ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৪৪ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সুনামগঞ্জে ছুরিকাঘাত করে চাচাতো ভাই ও ভাবীকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত ভাইয়ের নাম- আলমগীর হোসেন (৩২) ও তার স্ত্রী মুর্শেদা বেগম (২৮)। তারা জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা।
আজ সোমবার (১০ মে) সকাল ১০টায় মৃত ভাই-ভাবী লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাত ৯টায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুদেরকে ঝগড়াকে কেন্দ্র করে গতকাল রবিবার (৯ মে) রাত অনুমান সাড়ে ৮টায় জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের আলমগীর হোসেনের সাথে তার চাচাতো ভাই রাসেল মিয়ার কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।
ওই সময় স্বামীর পক্ষ নিয়ে স্ত্রী মুর্শেদা বেগম ও ঝগড়া শুরু করে। তখন রাসেল মিয়া উত্তেজিত হয়ে আলমগীর হোসেন ও তার স্ত্রী মুর্শেদা বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন আশংকাজনক অবস্থায় স্বামী-স্ত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাত অনুমান সাড়ে ১০টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পৌছার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষনা করেন।
এঘটনার খবর পেয়ে পুলিশ রাত ১১টায় হাসপাতাল থেকে আলমগীর হোসেন ও তার স্ত্রী মুশের্দা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক চাচাতো ভাই রাসেল মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। এঘটনার প্রেক্ষিতে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।