লাকসাম বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, কয়েক কোটি টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৯ পিএম, ৯ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৮:১৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
২০১৭ সালের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে আবারও লাকসাম বাজার। লাকসাম ফায়ার সার্ভিস সুত্রে প্রাথমিক ভাবে জানা যায় গতকাল শনিবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ১:৫৫ মিনিটে লাকসামের দৌলতগঞ্জ বাজারের নোয়াখালী রেলগেইট সংলগ্ন টিএন্ডটি মার্কেট ও আশপাশের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।
এতে বনফুল কনফেকশনারী, এস আর ইলেকট্রিক সহ আশপাশে থাকা আরও কয়েকটি ইলেকট্রিক দোকান সহ ৪/৫ টি ঔষুধের দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। প্রাথমিক ভাবে এই আগুন লাগার কারন জানা যায়নি। পানি সংকটের কারনে খুব দ্রুত সময়ের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যায় বলে স্থানীয় সুত্রে জানা যায়।
পাশেই বিশাল আকারের লাকসামের জগন্নাথ দিঘী থাকলেও বেশ কিছুদিন আগে বিশাল এই দিঘীটি সেচে তার চারপাশে বিনোদন পার্ক তৈরীর কাজ চলছে। পাশের এই দিঘীটি ছাড়া বাজারের ওই এলাকায় আর কোন পুকুর বা জলাশয় নেই।
লাকসামের ফায়ার সার্ভিস তাদের নিজস্ব পানির ব্যবস্থায় রাত আনুমানিক তিনটার কিছু সময় পূর্বে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। প্রাথমিক ভাবে আগুন লাগার কারন বা ক্ষয়ক্ষতির পরিমান জানা না গেলেও এই অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।