করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা সরকারী প্রণোদনা পাচ্ছে না- আমীর খসরু মাহমুদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৬ পিএম, ৮ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৬:৫৭ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখে। তাদের নিরাপদ রাখলে দেশ নিরাপদ থাকে। এই করোনা মহামারীকালে শ্রমিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ সরকার এ শ্রমিকদের জীবন জীবিকাকে কঠিন করে তুলেছে। প্রকৃত শ্রমিকরা সরকারের প্রণোদনা পাচ্ছে না। শ্রমিকরা এখন সময়মতো বেতন পাচ্ছে না, অনেক কারখানায় শ্রমিকদের ছাটাইও করা হচ্ছে। আওয়ামীলীগের কাছ থেকে জাতি ভাল কিছু আশা করে না।
গতকাল শুক্রবার (৭ মে) তিনি শ্রমিকদলের কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে শ্রমিকদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়েছে সবশ্রেণী পেশার মানুষ। সবাই আজ মানবেতর জীবনযাপন করছে। যারা দিন আনে দিন খায়, এই সমস্ত দিনমজুর মানুষগুলো ঘরবন্দি থাকায় তাদের খাওয়া আসছে না। তারা সংসার চালাতে হিমসিম খাচ্ছে। করোনা মহামারীর এই সময়ে শ্রমিকরা আর্থিক কষ্টে দিনযাপন করছে। তারা কারো কাছে চাইতেও পারে না, আবার নিতেও পারে না। তাই করোনা দূর্যোগে শ্রমিকদের পাশে সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকরা এখনও সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে। তারা দিন দিন সংক্রমণের ঝুঁকিতে পড়ছে। তাছাড়া দিনমজুর, রিক্সা, সিএনজি সহ বিভিন্ন শ্রমিকরা ত্রাণ না পাওয়ার কারণে জীবিকার তাগিদে রাস্তায় নেমে পড়েছে।
সরকার ঘরে ঘরে ত্রাণ পৌঁছাতে পারলে হয়তো এই পরিস্থিতি হত না। তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিদের এসব হতদরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ।
বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুল্লা বাহারের পরিচালনায় উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিকদলের সি. সহ সভাপতি শ ম জামাল উদ্দীন, সহ সভাপতি শামসুল আলম (ডক), মো. ইদ্রিস মিয়া, রেলওয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম আর মন্জুর, চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিকদলের সভাপতি শাহেনেওয়াজ চৌধুরী মিনু, দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি শপিকুল ইসলাম, উত্তর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, শ্রমিক নেতা আবদুল বাতেন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রচার সম্পাদক শফিকুর রহমান মজুমদার, বাকলিয়া থানা শ্রমিকদলের সভাপতি আবু বক্কর সিদ্দিকী, বায়েজিদ থানা শ্রমিকদলের সভাপতি মো. মুজিব, শ্রমিকদল নেতা মো. ফরিদ, আবদুল মান্নান, হাবিবুর রহমান বিপ্লব, দেলোয়ার হোসেন, মো, ফরিদ, রফিকুল ইসলাম, মো. কামাল প্রমূখ।