ধামরাইয়ে ইউএনওর কাছে অভিযোগের পরও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজারের মাটি লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১০ পিএম, ৮ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৬:০৯ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ঢাকার ধামরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরেও গাজী খালী নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে মাটির উত্তোলন বন্ধ হচ্ছে না।
জানা গেছে, ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী ও ললিতনগর এলাকায় অবৈধ ভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে বিভিন্ন বাসাবাড়ী, ফ্যাক্টরীতে মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে ধামরাই উপজেলার সেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আল মামুন গংরা।
এদিকে ভুক্তভোগী ললিতনগর মাসুদ হাসান বাদী হয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু ইউএনও সামিউল হক অজ্ঞাত কারনে এই মাটি ও বালু ব্যাবসায়ীদের বিরুদ্বে কোন ব্যাবস্থা নিচ্ছেনা।
এদিকে ড্রেজারের মাটি উত্তোলনের ফলে বাড়ী ঘর ভেঙ্গে যাচ্ছে।
এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল হক দিনকালকে বলেন, আমি ব্যাবস্থা নেব।