পথচারীদের মাঝে খাবার বিতরণ করলেন “ম্যানগ্রোভ সোসাইটি”
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৮ পিএম, ৮ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৩৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ঝাঁক শিক্ষার্থীদের নিয়ে গঠিত “বাংলাদেশ ম্যানগ্রোভ সোসাইটি” এর পক্ষ থেকে অসহায় ও দু:স্থ পথচারীদের মাঝে ইফতার সামগ্রী খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (৭ মে) ইফতারের পূর্বে বগুড়ার শহরের নিউমার্কেট, দত্তবাড়ি, রাজাবাজার, বড়গোলা ও জলেশ্বরীতলা এলাকায় প্রায় দেড় শতাধিক পথচারীর মাঝে ইফতারের খাবার তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবির রিয়াদ।
এ সময় তার সাথে সংগঠনের এক ঝাঁক নিবেদিত প্রাণ সদস্যরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবির রিয়াদ অভিমত ব্যক্ত করে বলেন, জন্মের সময় আমরা কেউ ধনী বা গরীব হয়ে জন্ম গ্রহণ করি না। আমাদের যাদের সার্মথ্য আছে, তাদের উচিত সমাজের অবহেলিত মানুষকে সাহায্য করা। আমরা যতটুকু পেরেছি অসহায়দের পাশে দাঁড়িয়েছি। সকলে যদি অসহায়দের সাহায্য করি তাহলে একদিন সমাজটাই বদলে যাবে।