ডুমুরিয়ায় কাঞ্চন পাথরের কৃষ্ণ মূর্তি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৩ পিএম, ৭ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:৩২ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
খুলনার ডুমুরিয়ার কাঞ্চন পাথরের কৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে থানার মঠবাড়িয়া মালোপাড়া থেকে এ মূর্তিটি উদ্ধার করে ডুমুরিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মঠবাড়িয়া গ্রামের মৃত দেবদাস বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (২৮) ১০ জন শ্রমিক নিয়ে নিজেদের ঘেরে খাল খনন করছিলেন।
মাটি কাটার এক পর্যায়ে ১০ ফুট মাটির নিচে পাথরের তৈরি ১ কেজি ৪ গ্রাম ওজন ও ১০ ইঞ্চি লম্বা একটি পাথরের কৃষ্ণ মূর্তি পাওয়া যায়।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশের এসআই হামিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি পুলিশ হেফাজতে নেয়।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, মাটির নিচে পাওয়া পাথরের মূর্তিটি উদ্ধারপূর্বক তালিকা মূলে জব্দ করা হয়েছে।
তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পরিমল বিশ্বাস, ইদ্রজিৎ বিশ্বাসসহ একাধিক ব্যক্তি জানিয়েছেন এটি কাঞ্চন পাথরের মূর্তি এবং খুব দামি।