নামাজের মধ্যেই মৃত্যুর কোলে চক্ষু বিশেষজ্ঞ ডা. মাসুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৪ পিএম, ৭ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:১২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নগরীর মেহেদীবাগস্থ বাসায় গতকাল বৃহস্পতিবার এশার নামাজ আদায় করছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) চক্ষু বিভাগের প্রধান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মাসুদ পারভেজ।
এর মাঝেই হঠাৎ ঢলে পড়লেন জায়নামাজে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় ন্যাশনাল হসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডা. মাসুদ পারভেজের আকষ্মিক মৃত্যুতে তার সহকর্মী, শিক্ষার্থী, চিকিৎসক মহল, আত্মীয়স্বজন বন্ধুবান্ধবসহ এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে অনেকেই ছুটে গেছেন তার বাসায়।
সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. এখলাছ উদ্দিনের বড় ছেলে ডা. মাসুদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং বৃদ্ধ পিতাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
পরিবার জানিয়েছে, ডা. মাসুদের প্রথম নামাজে জানাজা হয় শুক্রবার সকাল ১০টায় চমেক মসজিদে।
বেলা ১১টায় সীতাকুণ্ড সরকারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ জুমা বারৈয়াঢালা ইউনিয়নের বহরমপুর নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।