আড়াইহাজারে গরুর খামারে ডাকাতি ৭টি গরু লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৪ পিএম, ৬ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:২৬ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (৫ মে) রাত ১টায় উপজেলার সদর পৌর সভার মুকুন্দী গ্রামের হাসিমের মালিকানাধীন একটি খামারে এই ঘটনা ঘটে।
খামারের মালিক হাসেম জানান, প্রতিদিনের মতো রাতের কাজ শেষে ১০টায় আমি খামারে ঘুমিয়ে পড়ি। এরই মাঝে রাত ১টায় দিকে ৬ জনের একটি ডাকাত দল দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আমার হাত, পা ও মুখ বেধেঁ খামারে থাকা ৭টি গরু নিয়ে যায়। এর মধ্যে ৬টি ষাড় ও ১টি গাভী রয়েছে। প্রতিটি গরুর দাম লক্ষাধিক টাকার উপরে বলে তিনি জানান। তিনি আরো জানান, তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তার হাত-পায়ের বাধঁন খুলে দেয়।
এই ব্যাপারে আড়াইহাজার থানার ডিউটি অফিসার এ এস আই তাহমিনা জানান, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করার জন্য এস আই রিয়াজকে প্রেরণ করা হয়েছে। এস আই রিয়াজ ঘটনা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।