সুনামগঞ্জে ছুরিকাঘাতে গ্রামপুলিশ খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৭ পিএম, ৬ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:২৬ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সুনামগঞ্জে ছুরিকাঘাতে এক গ্রামপুলিশকে খুন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত গ্রামপুলিশের নাম- আব্দুর রউফ (৩৫)। তিনি জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বোরোখাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
আজ বৃহস্পতিবার (৬ মে) সকাল ১১টায় পুলিশ ঘটনাস্থল থেকে গ্রামপুলিশ আব্দুর রউফের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রতিদিনে মতো গতকাল বুধবার (৫ মে) রাতে সেহরী খেয়ে গ্রাম পুলিশ আব্দুর রউফ তার নিজ বসত বাড়িতে ঘুমিয়ে পড়ে। ভোরে স্ত্রী শিরিন বেগম তার স্বামীকে বিছানায় দেখতে না পেয়ে ঘরের বাইরে গেলে বারান্দার রক্তাক্ত অবস্থায় আব্দুর রউফের মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আছে। পরে থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- গ্রামপুলিশ আব্দুর রউফ উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের দায়িত্বে ছিলেন। কি কারণে কারা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে তা জানাযায় নি। তবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমরা হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্ঠা করছি।