রৌমারীতে বিজিবি’র অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২০ পিএম, ৩ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৭:১২ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
কুড়িগ্রামের রৌমারীতে জামালপুর ব্যাটালিয়ন-৩৫ বিজিবি’র রৌমারী বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি ৮’শ গ্রাম ভারতীয় জট গাঁজা ও ৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
এসময় রৌমারী বিজিবি’র সুবেদার জয়েন উদ্দিনের নেতৃত্বে ৯ সদস্যের একটি টহল দলকে দূর থেকে দেখে মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
গতকাল রবিবার (২ মে) দুপুর ২টার দিকে রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রৌমারী কোম্পানি কমান্ডার সুবেদার জয়েন উদ্দিন বলেন, ইতমধ্যে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং পালিয়ে যাওয়া ওই মাদক কারবারিকে ধরে আইনের আওতায় আনার অভিযান অব্যাহত রয়েছে।
এব্যাপারে জামালপুর ব্যাটালিয়ন-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোন্তাছের মামুনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা যায়নি।