ফরিদপুরে পরিবহন চালানোর দাবীতে বিক্ষাভ, সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৩ এএম, ৩ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৯:৫৫ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ফরিদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। গণ পরিবহন চলাচলসহ তিন দফা দাবিতে এ কর্মসূচি পালিত হয় ফরিদপুর জেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আজ রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা ঘন্টার জন্য এ কর্মসূচি পালিত হয় শহরের নতুন বাসস্ট্যান্ডের সামনে ঢাকা-বরিশাল মহা সড়কে।
তিন দফা দাবির মধ্যে রয়েছে, স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণ পরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান কার এবং সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদরে জন্য ১০ টাকায় ওএমএস এর চাল বিক্রয়ের ব্যবস্থা করা।
এ কর্মসূচিতে ফরিদপুর মোটর ওয়ার্কাস ইউনিয়ন, ফরিদপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর বাস মালিক গ্রুপ, ফরিদপুর জেলা মিনিবাস মালিক সমিতি ও ফরিদপুর জেলা রেন্ট-এ-কার মালিক সমিতির সদস্যরা অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে ফরিদপুর মোটর ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো. নাসির, জেলা মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. বজলুর রশিদ।
সভাপতির বক্তব্যে ফরিদপুর মোটর ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির বলেন, আগামী ৫ তারিখ তেকে স্বাস্থ্য বিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে আমাদের গাড়ি চালাতে দিতে হবে। যদি গাড়ি চালাতে না দেওয়া হয় তাহলে আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে। পেটা ভাত না তাকলে সে অসহনীয় অবস্থার সৃষ্টি হয় তা সামাল দেওয়া সম্ভব হবে না। তাই এ পরিস্থিতি সৃষ্টির আগে আমাদের পেটের ভাতের নিশ্চয়তা দিতে হবে।
বক্তারা বলেন আগামী মঙ্গলবার সকাল ১০টার দিকে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।