কুষ্টিয়ায় বাউলদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিলেন ডিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৮ পিএম, ২ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৮:১৯ পিএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়ায় লালন একাডেমী চত্বরে করোনাকালীন দুঃসময়ে লালন অনুসারী বাউলের হাতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ডিডিএলজি মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার রায়, এনডিসি হাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ সাদাত, লালন একাডেমির সাবেক সাধারন সম্পাদক তাইজাল আলী খান, লালন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হক সহ প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, বাউল সমাজ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তারা ভাল থাকলে সংস্কৃতি ভাল থাকবে। বাউলদের জন্য প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা হতাশ হবেন না। প্রধানমন্ত্রীর আপনাদের জন্য ভাবছেন।
তিনি আপনাদের জন্য খাদ্য সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছেন। যে কোন সমস্যা আমাকে জানাবেন। ৬৯ জন বাউলদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন ডিসি।