ঝিনাইদহে করোনায় কলেজ শিক্ষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২১ পিএম, ১ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৪:২৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ঝিনাইদহ সদর উপজেলার গান্না বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান ডিগ্রি কলেজে প্রভাষক মোঃ আব্দুল হাকিম (৪২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (১ মে) ভোরে তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আব্দুল হাকিম ঝিনাইদহ শহরের হামদহ ৩ নং পানির ট্যংকিপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১১ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার করোনা পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ আসে।
১৮ দিন অসুস্থ থাকার পর শনিবারে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্য মাওঃ শাহিনুর রহমানের নেতৃত্বে ঝিনাইদহ পৌর গোরস্থানে আব্দুল হাকিমের মৃতদেহ দাফন করা হয়।
এই নিয়ে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন ৭৭ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলো।
এদিকে প্রভাষক আব্দুল হাকিমের মৃত্যুতে তার কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।