নালিতাবাড়ীতে ৮০০ অসহায় দরিদ্র পুরুষ-মহিলা পেলেন ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৪ পিএম, ১ মে,শনিবার,২০২১ | আপডেট: ১১:২৩ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারস্থ রৌশনআরা একাডেমি চত্বরে আজ ১ মে শনিবার দুপুরে পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ আজাদ মিয়ার উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপলক্ষ্যে নতুন কাপড় বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আজাদ মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক নেতা ফজলুল হক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক আঃ লতিফ, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল।
অন্যান্যের মাঝে আরোও বক্তব্য রাখেন-সমাজ সেবক ফজল হক, আনোয়ারুল ইসলাম, ইউডিসি মশিউর রহমান, আবু সাঈদ, এরশাদ আলম প্রমুখ।
প্রতিবছরের ন্যায় এবারও নিজ অর্থায়নে ৮ শতাধিক অসহায় গরীব মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষ্যে নতুন কাপড় হিসেবে শাড়ী লুঙ্গি বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া।
তিনি গত ১৫ বছর যাবত এলাকার অভাবি ও দরিদ্রদের নানাভাবে সার্বিক সহযোগীতা করে আসছেন বলে জানান স্থানীয় লোকজন।