শায়েস্তাগঞ্জে প্রতিবন্ধিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৬ পিএম, ১ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৭:৩৮ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
শায়েস্তাগঞ্জে নানাবিধ শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ শনিবার (১ মে) সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুর এলাকার হাজিবাড়িতে প্রতিবন্ধিদের হাতে ১৫ দিনের খাবার তুলে দেয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তৈল, লবন, মরিচ, ধনে, আদা, জিরা, সেমাই, গরম মসলা, দুধ, চা পাতা, আলুসহ প্রায় প্রতি প্যাকেটে ২০/২৫ কেজি করে সামগ্রী প্রতিবন্ধিদের হাতে তুলে দেয়া হয়।
প্রবাসীদের অনুদান, শায়েস্তাগঞ্জ আজকের পত্রিকা প্রতিনিধি জালাল উদ্দিন রুমির উদ্যোগে, শায়েস্তাগঞ্জ উপজেলার প্রায় ১০০ জন প্রতিবন্ধিদের মাঝে, রোজা ও ঈদ উপলক্ষে এ উপহার সামগ্রী বিতরন করা হচ্ছে।
আগামী তিনদিন উপহার সামগ্রী বিতরন কার্যক্রম চলবে। আজ উদ্ভোধন পর্বে কুরআন তেলাওয়াত করেন শারীরিক প্রতিবন্ধি মো রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন যথাক্রমে শায়েস্তাগনজ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মইনুল হাসান রতন, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুক মিয়া,হাফেজ মোশাহিদুল ইসলাম প্রমুখ। অনেক প্রতিবন্ধি এক সাথে এত খাবার পেয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি। দু-হাত তুলে খোদার কাছে মোনাজাত করেন এবং বলেন লকডাউন এর সময়ে তাদের দিন খুবই কষ্টে অতিবাহিত হচ্ছিল, এই মুহুর্তে এই খাবার পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাবে।