দক্ষিণ বগুড়ায় রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৪ পিএম, ১ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৩৭ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নন্দী গ্রামের ১নং বুড়ইল ইউনিয়নের ধুন্দারহাট বাজার থেকে হাটকুসুম্বি (হামিদ বাজার) ভায়া রোড তিলকা তলাঘাট পর্যন্ত রাস্তাটি বগুড়ার দক্ষিণ জনপদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা।
এ এলাকায় বসবাসরত অবহেলিত এ জনগোষ্টীর জন্য নিশ্চিত আশীর্বাদ হয়ে উঠলো জনগুরুত্বপূর্ণ এ রাস্তার নির্মানের মধ্য দিয়ে। দীর্ঘদিন ধরে বেহাল দশা রাস্তাটির। চলাচলের উপযোগী করার কথা দিয়েও বাস্তবায়ন করেনি কোন জনপ্রতিনিধি।
গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) দীর্ঘদিনের বেহাল রাস্তাটির পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি মোশারফ হোসেন।
এসময় এমপি মোশারফ হোসেন বলেন, 'রাস্তাটি নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের সংশয় ছিল এবং বলতো, সবাই শুধু ওয়াদা করে যায়, কিন্তু রাস্তা কাজ বাস্তবায়ন হয় না। আর যখন উদ্বোধন করলাম অনেক মানুষের মুখের কথা ও হাসি দেখে আমি নিজেও আনন্দিত।'
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম মাস্টার, বুড়ইল ইউনিয়নের আহ্বায়ক আলাউদ্দিন সরকার এবং ৫টি ইউনিয়নের বিএনপি'র আহ্বায়ক কমিটির আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।