সরকারি আবাসন যেন মৃত্যুর ফাঁদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১২ পিএম, ২৭ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:৪৬ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
নীল-সাদা বাহারি রঙের মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আবাসন প্রকল্প এখন যেন মৃত্যুর ফাঁদ।
নড়বড়ে সামান্য ইটের গাঁথুনির ওপরে দাড়িয়ে আছে তাড়াইল উপজেলার মেছগাঁও আবাসন প্রকল্প। একটু সামান্য ঝড় বৃষ্টি এলেই ঘরের এককোণে বসে সারা রাত পার করতে হয় বাসিন্দাদের। সরে থাকতে হয় অন্যত্র।
এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার মেছগাঁও আবাসন ক্ষুদ্র বাসিন্দারা
এখানে বসবাসরত মানুষের দুর্ভোগ নিত্যসঙ্গী হয়ে দাড়িয়েছে। এতে চরম উৎকন্ঠা নিয়ে জীবন যাপন করছেন আবাসনের বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসিন্দার একজন বলেন, হালকা ঝড়-বৃষ্টিতে বারান্দার পিলার ভেঙে পড়ায় আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। এই বিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহি অফিসার তারেক মাহমুদকে অবহিত করলে উনি বলেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তাড়াইল উপজেলায় কর্মরত পিআইও শহীদুল্লাহর সাথে ফোনে কথা বলে জানা যায় গত কিছুদিন আগে কালবৈশাখী ঝড়ে হয়তো পিলারগুলো ভাঙতে পারে এগুলো আমরা দ্রুত মেরামত করে দেব।
আবাসন বাসিন্দারা বলেন স্থাপনের পর আর কোনো সংস্কার হয়নি এখন আমরা দশটা পরিবার আছি একটা টিউবয়েল নেই, বিদ্যুৎ নেই, আমাদের অনেক সমস্যা হচ্ছে দেয়ালে ফাটল ধরেছে, যামু কই , ইকটু ঝড় বৃষ্টি হলে রাতে ঘরে থাকতে ভয় হয় কখন গায়ের উপরে ধসে পড়ে। এককোণে বসে কাটাতে হয় রাত। সমস্যার কবলে পড়ে অনেকেই মাথা গুঁজতে ঠাই নিয়েছেন অন্যত্র'।