কিশোরগঞ্জের তাড়াইলে তিন সহোদরের বসতঘর আগুনে পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৪ পিএম, ২৬ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০৪:৩২ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গতকাল রবিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা বগার বাইদ গ্রামের মৃত চান্দু মিয়ার তিন পুত্র প্রতিবন্ধী সবুজ মিয়া (৩৫), কদ্দুছ মিয়া (৪০) এবং ছাত্তার মিয়া (৩৬) সহোদেরর তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান।
এ ব্যাপারে কথা হলে তাড়াইল ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিকুল আলম জানান, আমরা রাত ৮ টা ৩৫ মিনিটে ফোন পেয়ে ১ টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই রাত ৯ টা নাগাদ। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
আমরা নিশ্চিত হয়েছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ কৃষক তিন সহোদরের একজন কদ্দুছ জানায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০লক্ষ টাকার উপরে। নতুন ধান কাটার পর বিক্রি করে নগদ টাকা ঘরে রেখেছিলেন তিনভাই।
তাছাড়া সারা বছরের খোরাক হিসেবে প্রত্যেকের ঘরেই ছিলো ৪০থেকে ৫০ মন করে ধান। যা সব পুড়ে ছাই হয়ে গেছে এছাড়া ঘরের আসবাবপত্রসহ সব কিছুই আগুনে পুড়ে গেছে।
ইফতারের পর তারাবির নামাজে সবাই ব্যাস্ত থাকায় তাৎক্ষনিকভাবে আগুন নিভাতে বিলম্ব হওয়ার কারনেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্থ্য পরিবারের খোঁজখবর নিচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকদের আর্থিক সহযোগীতা করার প্রক্রিয়া চলছে।