জয়পুরহাটে কড়ই কাদিপুর গনহত্যা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২১ পিএম, ২৬ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০৯:১১ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
আজ ২৬ এপ্রিল জয়পুরহাট কড়ই কাদিপুর গণহত্যা দিবস।
আজ সোমবার (২৬ এপ্রিল) সৃজনীর উদ্যোগে পালিত হলো গনহত্যা দিবস।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হায়নারা এখানে এক দিনে ৩৭১ জন নিরিহ কুমার সম্প্রদাইয়ের মানুষকে হত্যা করেছিল।
কড়ই কাদিপুর গনহত্যা দিবসে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সৃজনীর সভাপতি ম, নুরুন্নবী, উপস্থিত ছিলেন শহীদদের স্বজনেরা ও আহমেদ মোশাররফ নান্নু, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট জয়পুরহাট।