লাউয়াছড়া বনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১০ পিএম, ২৪ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৫:৪৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
লাউয়াছড়া বনে আগুন লেগে পুড়ে গেছে অনেক বনাঞ্চল। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ৩ নং গেট বাঘমারা ক্যাম্প ও লাউয়াছড়া স্টুডেন্ট ডরমেটরির বিপরীতে বনে আজ শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় আগুন লেগে যায়।
দীর্ঘ সময় ধরে বনে আগুন জ্বললেও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন বনবিভাগের নিয়জিত কিছু শ্রমিক। কিন্তু দুপুর ১২টার দিকে সেখানে হঠাৎ আগুন জ্বলে উঠে।
পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রের চেষ্টা করে। আগুন নিভানোর জন্য একদিকে পানির স্বল্পতা অন্যদিকে বনের ভেতরে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস ভেতরে ঢুকতে পারছে না।
বনে আগুন জ্বলার খবর পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত চলে আসলেও প্রায় ঘন্টা খানিক পর বনকর্মী মহিকুল ইসলাম, মোতাহার হোসেন ঘটনাস্থলে আসেন, যা নিয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।
প্রায় ৩ ঘন্টা আগুন জ্বলার পর ফায়ার সার্ভিস ও বনকর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সরেজমিন গিয়ে দেখা যায় লাউয়াছড়া বনের প্রায় ৩ একর জায়গা পশুপাখির নিরাপদ আবাসস্থল এবং গাছপালা সহ অনেক পাখির বাসা পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন এর পূর্বেও লাউয়াছড়া বনে আগুন লেগেছে, এত ঘন ঘন বনে আগুন লাগার উৎস খোজে বের করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।
এ বিষয়ে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বন বিভাগের লোকজন এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। কি কারণে আগুন লাগল তা তদন্ত করছে বনবিভাগ।