বরিশাল বিভাগে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, স্যালাইন ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২০ পিএম, ২২ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:১৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
করোনা মহামারিতেও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ডায়রিয়া পরিস্থিতির অবনতি ঘটেছে। লকডাউনে ঘরে থাকা লোকজনও বাধ্য হয়ে ছুটছেন হাসপাতালে। করোনা পরিস্থিতিতে ডায়রিয়া রোগীর চাপে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছেন। বিভাগের পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠির ডায়রিয়া পরিস্থিতি খারাপ।
এ পরিস্থিতিতে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল'র উদ্যোগে গতকাল বিভাগের ৬ জেলায় ৩০ হাজার ব্যাগ স্যালাইন বিতরণ করেন। বরিশাল সার্কিট হাউজে স্যালাইন বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুল রাজ্জাক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস ও বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।
বরিশাল বিভাগীয় কমিশনার'র বিতরণ করা স্যালাইন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম'র কাছে হস্তান্তর করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। জেলা প্রশাসক বিভিন্ন হাসপাতালে ডায়রিয়া রোগীর অবস্থা পরিদর্শন করেন ও রোগীদের চিকিৎসার খোজ খবর নেন। মীর্জাগঞ্জ ও দুমকি উপজেলার স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কাছে ২ হাজার ব্যাগ স্যালাইন তুলে দেওয়া হয়। সাথে ১ টি করে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস ও দুমকী উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল সাদীদ।
পিরোজপুরের ডায়রিয়া আক্রান্ত রোগীদের সাহায্যে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন'র চেষ্টায় কেন্দ্রীয় ঔষধাগার থেকে ৪ হাজার পিপিই,২ হাজার সার্জিক্যাল মাস্ক, ৪ হাজার এন৯৫ মাস্ক,২ হাজার গ্লাভস, ৩০টি অক্সিজেন সিলিন্ডার, ৩০টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা,২০ টি পালস অক্সিমিটার তুলে দেওয়া হয় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন'র হাতে।
ঝালকাঠিতে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু ২ হাজার ব্যাগ ডায়রিয়া স্যালাইন দেন। ঝালকাঠি সদরের জন্য ১ হাজার ও নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ১ হাজার ব্যাগ ডায়রিয়া স্যালাইন প্রদান করা হয়। তাছাড় ব্যক্তি উদ্যোগেও প্রায় ২ হাজার ব্যাগ স্যালাইন প্রদান করা হয় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নলছিটি পৌরসভার মেয়র আঃ ওয়াহেদ খানও ৭২৮ ব্যাগ ডায়রিয়া স্যালাইন প্রদান করেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
গত কয়েকদিনে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকশত ডায়রিয়া রোগী ভর্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এতো রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। ঝালকাঠি সদর হাসপাতালেও বারান্দার মেঝেতে রোগীরা ডায়রিয়া চিকিৎসা নিচ্ছেন। গত ২৫ বছরের ইতিহাসে এতো রোগী দেখেনি ঝালকাঠি হাসপাতাল কর্তৃপক্ষ।