সালথায় গ্রেফতার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৬ পিএম, ২২ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:২২ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ওয়াহিদুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সালথায় সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার ফরিদপুর বিশেষ আদালতে তাকে হাজির করে পুলিশ। শুনানি শেষে ফরিদপুর বিশেষ আদালতের বিচারক মো: ফারুক হোসাইন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সালথার নজিরবিহীন সহিংসতায় জড়িত থাকার সন্দেহে গত সোমবার রাত ৮টার দিকে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ওয়াহিদ উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের মৃত আব্দুল হাই মোল্লার ছেলে।
ওয়াহিদুজ্জামনের রিমান্ড মঞ্জুরের বিয়ষটি নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) সুমিনুর রহমান বলেন, সালথায় সরকারি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার সাত আসামির আদালতে দেয়া স্বীকারক্তিমূলক জবানবন্দিতে ওযাহিদুজ্জামানের নাম উঠে আসায় তাকে গ্রেফতার করা হয়। পরে ওয়াহিদুজ্জামানের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৫ এপ্রিল রাতে সালথায় লকডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এলাকাবাসীর সাথে সংঘর্ষ ও গুজব ছড়িয়ে পরে উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে প্রায় আড়াই কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দু'যুবক নিহত হন। পরে প্রশাসনের পক্ষ থেকে চার হাজারের বেশি লোককে আসামি করে পাঁচটি মামলা করা হয়। ওইসব মামলায় এ পর্যন্ত ৮০ জনের বেশি গ্রেফতার করা হয়েছে।