সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৭ পিএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ১০:১৬ পিএম, ৩০ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের কমিউনিকেশন অফিসার ইহিতা হোসেন মিতা। হাবিব উল্লাহ খান ১৯৩৫ সালে নবীনগরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবদুস শাকুর খান। তিনি সত্তরের দশকে তথ্যমন্ত্রী এবং আশির দশকে পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত ছিলেন। তার স্ত্রী সালমা খান ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। গত জুলাইতে তিনি মারা যান। তাদের একমাত্র মেয়ে ওয়াশিংটনে বসবাস করেন। বাবার মৃত্যুর খবরে তিনি দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।