৬ মাসেও সন্ধান মেলেনি কুষ্টিয়ার নিখোঁজ ভ্যান চালক আনিসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৫ পিএম, ২২ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:১৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
কুষ্টিয়ার মিরপুরের নিখোঁজ ভ্যান চালক আনিসের সন্ধান ৬ মাসেও পায়নি তার পরিবার। সন্তান হারানো বেদনা নিয়ে সন্ধানের জন্য তার পরিবার প্রতিদিনই ছুটছে বিভিন্ন স্থানে। প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও কোন সন্ধান না পেয়ে অবুঝ মা ছুটছেন বিভিন্ন দরবার ও কবিরাজদের কাছে।
নিখোঁজ মো. আনিছ (১৫) কুষ্টিয়ার মিরপুরে পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামের দিন মজুর মো. তজুলের ছেলে। গত ২২ অক্টোবর তিনি নিখোঁজ হয়। অবশেষে গত ২৩ অক্টোবর মিরপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। ডায়রি নং ৯৪১।
নিখোঁজ আনিছের মা দোলেনা খাতুন জানায়, গত ২০২০ সালে ২২ অক্টোবর সকাল ৮টার দিকে আনিছ ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভাড়া মারার জন্য বাড়ি থেকে বের হন। রাতেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইলে কল করলে সেটি বন্ধ পায়। পরে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি।
এদিকে নিখোঁজের পর দিন ২৩ অক্টোবর সকাল ৭টার দিকে পাশ্ববর্তী ভেড়ামারা উপজেলার বৃত্তিপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনগণ একটি পাখিভ্যান পড়ে থাকতে দেখে ভেড়ামারা থানায় জমা দেয়। খবর পেয়ে আনিছের স্বজনরা থানায় গিয়ে ভ্যানটি নিয়ে আসলেও তার সন্ধান পায়নি।
নিখোঁজ আনিছের ভাই জাহিদ বলেন, আমার নিখোঁজ ভাইয়ের সন্ধানে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি। যে যেটা বলছে আমরা সেটাই করছি। এরপরও তার কোন সন্ধান পাওয়া গেলনা।
নিখোঁজ কিশোর আনিসের মা বৃহস্পতিবার কান্না করতে করতে হক্কানী দরবারে আসেন। হক্কানী দরবারের পরিচালক সন্তান হারানো মায়ের কান্নায় বুঝ দেওয়ার ভাষাও যেন হারিয়ে ফেলেন। সন্তানকে উদ্ধারের জন্য প্রশাসনসহ সকলের সহযোগিতার জন্য মা দোলেনা খাতুনকে হক্কানী দরবারের পরিচালক পরামর্শ দেন।
এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রশাসনের কঠোর পদক্ষেপেই নিখোঁজ আনিসের তথ্য উদঘাটন হবে বলে আশা করছেন এলাকাবাসী।