পাহাড়তলীর চালের গুদামে ১ হাজার বস্তা সরকারি চাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৬ পিএম, ২১ এপ্রিল,
বুধবার,২০২১ | আপডেট: ১২:০০ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
গভীর রাতে তিনশ বস্তা সরকারি চাল নিয়ে একটি ট্রাক নগরের পাহাড়তলী এলাকার চাল বাজারে মেসার্স মাহী ট্রেডিংয়ের গোডাউনে প্রবেশ করছে, গোপন সূত্রে এমন খবর পায় নগর গোয়েন্দা পুলিশ (বন্দর বিভাগ)। এরপরই পুলিশ ওই গোডাউনে হানা দেয়।
তিনশ বস্তা চাল উদ্ধারে অভিযানে নেমে দেখা মিললো আরও ১ হাজার বস্তা সরকারি চালের। মাহী ট্রেডিংয়ের গোডাউনেই মজুদ রাখা ছিল সেগুলো। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো সাপ।
আজ বুধবার (২১ এপ্রিল) সকালে এমনটাই জানালেন নগর গোয়েন্দা পুলিশের এসি (বন্দর) মোহাম্মদ আরাফাত। তিনি বলেন, গতকাল রাত ১টায় অভিযান চালিয়ে আমরা সবমিলিয়ে ১৩শ বস্তা সরকারি চাল উদ্ধার করেছি। প্রতিটি বস্তায় ৫০ কেজি চাল আছে। চালের বস্তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং খাদ্য মন্ত্রণালয়ের সিল রয়েছে।
এদিকে পাহাড়তলী বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল ভিন্ন তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, সরকারি চাল আত্মাসাতে পুরো একটা সিন্ডিকেট জড়িত। ওই সিন্ডিকেট পুরো জেলা থেকে উপজেলা পর্যন্ত সক্রিয়।
উপজেলা পর্যায়ের সিন্ডিকেট সদস্যরা প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে ডিও (ডিমান্ড অর্ডার) কম মূল্যে কিনে নেন। পরে এসব ডিও চলে আসে জেলা পর্যায়ের সিন্ডিকেটের হাতে।
এরপর সুবিধামত চালগুলো নগরের পাহাড়তলী ও চাক্তাইয়ের আড়তে বিক্রি হয়। এভাবে ডিও (ডিমান্ড অর্ডার) ব্যবসার নামে কোটি কোটি টাকার সরকারি চাল খোলাবাজারে বিক্রি করে থাকে এ সিন্ডিকেট।