ধামরাইয়ে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু বানিজ্য করছে সেচ্ছাসেবকলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১০ পিএম, ২০ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:২১ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকার ধামরাইয়ে গাজীখালী নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু বানিজ্য করছে সেচ্ছাসেবকলীগ নেতা।
জানা গেছে , ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকায় গাজীখালী নদীতে ড্রেজার বসিয়ে বালু লুট করে বিভিন্ন বাসা বাড়িতে বালু ভরাটের কাজ ক্ষমতার দাপটে চালিয়ে যাচ্ছে ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুব ও ক্রীড়া সম্পাদক আল মামুন ও বাথুলী এলাকার তথাকথিত আওয়ামী লীগ নেতা সেলিম ড্রাইভার ও আবুল কালাম।
এ দিকে নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদীরপাড় সহ আশে পাশের বাড়ী ঘর, স্কূল মসজিদ, কালভার্ট, ব্রীজ, কবরস্থান, এখন ভাঙ্গনের মুখে পড়েছে। এই বালুদস্যুরা গাজীখালী নদীর বালু বিক্রি করার ফলে সরকার হারাচ্ছে বিপুল পরিমানের রাজস্ব।
এই বালুদস্যুদের বিরুদ্ধে এলাকার কোন ব্যাক্তি যদি প্রতিবাদ করে তা হলে ঐ বালুদস্যুরা তাকে পুলিশ দিয়ে হয়রানি করে থাকেন বলে অভিযোগ আছে।
গাজীখালী নদীতে চলছে রামরাজত্ব কায়েম, যেন দেখার কৈউ নেই। উপজেলা ভূমি প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের অর্থের বিনিময়ে ম্যানেজ করেই এই বালু লুটপাট করছে এই সেচ্ছসেবকলীগ নেতা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সামিউল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যাপারটি আমার জানা নেই তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেব।