লকডাউন নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৪ পিএম, ২০ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:০৮ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর সদরে অবস্থিত উপজেলার সর্ববৃহত চাঁচকৈড় বাজার। সেখানে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাঁট বসে। উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লোক সমাগম হয় হাঁটে।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) হাঁটবার থাকলেও উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় তেমন জনসমাগম চোঁখে পড়েনি।
মঙ্গলবার সকালে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন ও গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক চাঁচকৈড় বাজারে ভোর ৬ টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপস্থিত থেকে বিভিন্ন জায়গা থেকে আগত সাধারণ ক্রেতাদের করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক দিকনির্দেশনা দিয়ে বাড়ি ফিরে যেতে বলেন। এছাড়াও উপজেলার গুরুত্বপূর্ন সড়ক গুলোতে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল।