তজুমদ্দিনে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও গোস্ত বিক্রয় কেন্দ্র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৮ পিএম, ১৬ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:১২ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
তজুমদ্দিন উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের বাস্তবায়নে এবং প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় (এলডিডিপি) দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ কেন্দ্রে মাধ্যমে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গোস্ত বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার ছোট ডাওরী বাজারে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার পিএএ।
এ সময় উপস্থিত ছিলেন, খামারী মোঃ হাসনাঈন, মোসাম্মদ সেতু বেগম, নুরনবী চৌধুরী ও আবুল কালামসহ অন্যান্য খামারীরা উপস্তিত ছিলেন।
জানতে চাইলে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার পিএএ বলেন, জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে আমাদের খামারীদের খামারে উৎপাদিত দুধ, ডিম ও গোস্ত ৪৫ দিন পর্যন্ত উপজেলা বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে বিক্রয় করা হবে।