শ্রীমঙ্গল জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে জুম্মার নামাজ আদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০১ পিএম, ১৬ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:৩০ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবশেষে স্বাস্থ্যবিধি মেনে শ্রীমঙ্গল জামে মসজিদে জুম্মার নামাজ আদায় হয়েছে। গতকাল থেকে তারাবির নামাজও আদায় হয় বলে জানা যায়।
জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী জুম্মার নামাজ পূর্ব বয়ানে বলেন, আজ থেকে তারাবির নামাজ সাড়ে ৮ টায় শুরু হবে এবং পাঁচ ওয়াক্ত নামাজও যথারীতি সকল মুসল্লীদের জন্য উম্মুক্ত থাকবে। তবে সবাইকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে অনেক মুসল্লীর সাথে কথা বলে জানা যায়, জুম্মার নামাজ আদায় করতে পেরে তারা খুবই খুশি ও তারাবির নামাজও আদায় করতে পারবেন এ জন্য মসজিদ কমিটি নেতৃবৃন্দের শুভবুদ্ধির উদয় হওয়াতে তারা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
আজ শুক্রবার (১৬ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, একজন স্বেচ্ছাসেবক হাতে হ্যান্ড মাইক নিয়ে মসজিদের প্রধান ফটকে দাঁড়িয়ে মুসল্লীদের সচেতন করতে মাস্ক পরুন, অজুখানায় সাবান দিয়ে হাত ধৌত করুন ও নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে নামাজ পড়ুন এমন ঘোষণা দিচ্ছেন এবং যাদের মাস্ক নেই তাদের মাস্ক বিতরণ করেন।
মসজিদের ভিতরে দেখা যায় প্রায় সকল মুসল্লী সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পড়ে নামাজ আদায় করেন।
উল্লেখ্য যে,করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের কারনে মসজিদে ২০ জন মুসল্লী দিয়ে নামাজ পড়তে নির্দেশনা জারি করা হয়। এতে মুসল্লীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ফলে মসজিদ কমিটি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে স্বাস্থ্যবিধির উপর কড়াকড়ি আরোপ করে সকলের জন্য নামাজ উম্মুক্ত করেন।