কুষ্টিয়ায় নির্ধারিত দিনে টিকা পেলেননা মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৪ পিএম, ১৬ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:০৭ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
কুষ্টিয়ায় নির্ধারিত দিনে কোভিড ১৯ টিকা না পেয়ে ফিরে গেলেন শত শত মানুষ।
আজ শুক্রবার (১৬ এপ্রিল) কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
এদের সকলেরই টিকা কার্ড অনুযায়ী টিকা নেয়ার দিন ছিল ১৬ এপ্রিল। দেশের এই মহামারীর সময়ে কুষ্টিয়ার স্বাস্থ্য বিভাগের দায়িত্বহীন আচরণে হতাশ হয়ে ফিরে গেছেন সবাই। লক ডাউন থাকায় দূর দূরান্ত থেকে আসা মানুষের ভোগান্তি হয়েছে আরো বেশী।
এবিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আসাদ উজ জামান মুন্সীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, শুক্রবার বলে টিকা দেয়া বন্ধ আছে। আজকের নির্ধারিত দিনের টিকা আগামীকাল দেয়া হবে।
তবে বন্ধের নোটিশটি কেন দেয়া হলো না এ প্রশ্নটি তিনি এড়িয়ে গেছেন। সরকার জনসমাগম এড়াতে কঠোর লকডাউন দিয়েছে। এসময়ে কুষ্টিয়ার স্বাস্থ্য বিভাগ দুদিনের টিকা একদিনে দেয়ার সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক এনিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।