কুষ্টিয়ায় আবাসিক কোচিং সেন্টার চালু রাখায় জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৮ পিএম, ১৬ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:৩৫ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৮ দফা নির্দেশনায় স্কুল-কলেজ ও কোচিং সেন্টার বন্ধ রাখার কথা বলা হলেও বাস্তবে তা মানা হচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শহরের 'প্রতীতি স্কুল'কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহায়মিনুল আল জিহান।
তিনি জানান, 'দেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। এ কারণে সরকার সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কিন্তু সরকারের এই নির্দেশ অমান্য করে আবাসিক কোচিং সেন্টার চালু রেখে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার জন্য চৌড়হাস ফুলতলায় অবস্থিত "প্রতীতি স্কুল" কে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল), আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও অবৈধভাবে দোকান খোলা রাখা এবং মাস্ক পরিধান না করার জন্য এন এস রোড এবং শহরতলীর ত্রিমোহনী এলাকায় ৩ টি মামলায় ১ হাজার ৫০০ টাকা অর্থদ প্রদান করা হয়।
জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।