কুষ্টিয়ায় গণপরিবহন চালু রাখার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩১ পিএম, ১৩ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:১০ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
কুষ্টিয়ায় লকডাউনে দূরপাল্লার বাসসহ গণপরিবহন চালু রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে পরিবহন শ্রমিকরা।
গতকাল সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া মজমপুর গেইটে ঢাকা কোচ চালক কল্যান সংস্থার ব্যানারে এ মানববন্ধন করেন পরিবহন চালকরা। মানববন্ধনে প্রায় ৩ শতাধিক পরিবহন চালকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, লকডাউন হতে যাচ্ছে। এতে পরিবহন বন্ধ থাকবে। আমাদের রুটি-রুজি বন্ধ হয়ে যাবে। এ কারণে লকডাউনে দূরপাল্লার বাসসহ গণপরিহন চালু রাখার দাবি জানান।