কুষ্টিয়ায় দিনে-দুপুরে এজেন্ট ব্যাংকিংয়ে চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৮ পিএম, ১২ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০১:০৪ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
কুষ্টিয়ার খোকসা উপজেলার গ্রোপগ্রাম বাজারের ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের সেন্টারে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে গত শনিবার দুপুরে। ১ লাখ ৭০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।
ডাচ্-বাংলার এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট আব্দুল হালিম মৃধা জানান, তিনি সকাল থেকে অফিস করে দুপুর দেড়টার দিকে বাড়িতে খেতে যান। বাড়িতে থাকাকালীন মোবাইলে তিনি ব্যাংকের সিসি ক্যামেরা একবার চেক করে বন্ধ দেখে ইন্টারনেট লাইনে সমস্যা হয়েছে বলে মনে করেন। বিকেল সাড়ে তিনটার দিকে এসে রুম খুলে দেখেন সবকিছু যত্রতত্র অবস্থায় পড়ে আছে। এ সময় স্টিলের ড্রয়ারে রাখা ১ লাখ ৭০ হাজার টাকা পাননি তিনি।
এ বিষয়ে খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। আশা করা যায় খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।