পাঁচবিবিতে ব্রিজ রক্ষায় সিসি ব্লক তৈরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৪ পিএম, ১২ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০২:০০ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভারতের দক্ষিণ দিনাজপুর ও হিলি হয়ে বাংলাদেশের চেঁচড়া সীমান্ত দিয়ে জয়পুরহাটের পাঁচবিবির ওপর দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন আগের। ব্রিজের পাটাতনে ফাঁটলসহ অনেক আগের হওয়ায় বিভিন্ন ত্রুটি দেখা দিয়েছে।
ভারী যানবাহন চলাচল করলে ব্রিজটি ঝাঁকুনি ও দোল খায়। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ব্রিজের উভয় পাশে সাবধানে চলাচলের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে।
পাঁচবিবি (বড় মানিক) ব্রিজটি রক্ষায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শিগগিরই ব্লক সিসি দিয়ে ডাম্পিংয়ের কাজ করতে যাচ্ছে। চারদিকে ৪০ ও ৩৫ সেন্টিমিটার দৈর্ঘ্য ও প্রস্থের প্রায় ১৪ হাজার পিস ব্লক সিসি তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
কর্তৃপক্ষ বলছে, ব্লক ডাম্পিংয়ের কাজ হয়ে গেলে ব্রিজটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলে ঝাঁকুনি হবে না এবং টিকবেও অনেক দিন। ব্রিজটির ব্লক ডাম্পিংয়ের কাজের পাশাপাশি পাটাতনের ফাঁটল অংশসহ অন্য ক্রটিগুলোও মেরামতের প্রয়োজন আছে বলে অনেকে মন্তব্য করেন।
নাটোরের মেসার্স শেখ এমদাদুল হক মামুন ট্রেডার্স কাজটি করছে। দায়িত্বরত প্রজেক্ট ইঞ্জিনিয়ার খোকন মিয়া বলেন, আগামী বর্ষা মৌসুমে নদী ভরার আগেই কাজটি সম্পন্ন করার লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছি।
জয়পুরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ব্রিজটিতে ব্লক ডাম্পিংয়ের কাজ সমাপ্ত হলে ভারী যানবাহন পারাপারে আর কোনো সমস্যা হবে না। এতে ব্রিজটির গুণগতমান বৃদ্ধি পাবে। টিকবেও অনেক দিন।