সব অফিস বন্ধ থাকলেও শিল্প-কারখানা খোলা থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৪ পিএম, ১২ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০৭:০৭ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
আজ সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
এ সময়ে জরুরি সেবা দেওয়া শিল্প প্রতিষ্ঠান ও সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
এর আগে গত শুক্রবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, যেভাবে করোনাভাইরাসের বিস্তার ঘটছে, কঠোর লকডাউনের মাধ্যমেই এটি ঠেকাতে হবে বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।