সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় মহিলাসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৪ পিএম, ১১ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০৯:০৫ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
কুষ্টিয়ার কুমারখালীতে নারীকে দিয়ে ফোন করিয়ে ডেকে এনে ঘরে আটকিয়ে পুলিশে দেবার ভয় দেখিয়ে ভ্যানচালককে মারপিট করে ২২ হাজার ৫০০ টাকা কেড়ে নেবার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি গত শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় সদকী ইউনিয়নের বাটিকামারা গ্রামে ঘটেছে।
এই ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল শনিবার মহিলা সহ ৪ জনকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।
প্রতারক চক্র বাটিকামারা গ্রামের রাজু আহমেদের ছেলে জাহিদ হাসান (২৩), মনির হোসেনের ছেলে ফাহিম (১৯), হেকমতের ছেলে রাকিব (২৪) ও মৃত চুন্নু শেখের মেয়ে রেশমা খাতুন ওরফে নুপুর (২৩)।
ভুক্তভোগী ভ্যানচালক মোমিন জানান, গত ৫ এপ্রিল মোবাইলে তার সাথে রেশমার পরিচয় হয়। মোবাইলে কথা চলাকালে রেশমা তাকে বাটিকামারা রেশমার বাড়িতে আসতে বলে।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সে রেশমার বাড়িতে আসলে তিনটি ছেলে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে মারপিট করে তার কাছে থাকা ভ্যান বিক্রির ২২ হাজার ৫০০ টাকা কেড়ে নেয় এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ভ্যান চালক বাদী হয়ে মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে আসামীদের গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়েছে। আটককৃতদের নিকট থেকে ৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।